দশর্না অফিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দর্শনার কোটালী গ্রামের সন্তান মাসুদ রানা মিষ্টু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী মাসুদ রানা মিষ্টু ২০২৫ সালের জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে শহীদ সালাম-বরকত হল সংসদের সাধারণ সম্পাদক জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করে জয়ের মুকুট পরেন। তার এই নির্বাচিত হওয়ার খবরে সহপাঠী, আবাসিক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, হলের পরিবেশ উন্নয়ন এবং অধিকার আদায়ে কাজ করাই আমার অঙ্গীকার। সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সক্রিয় ও কার্যকর সংসদ গড়ে তুলতে চাই।