ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা

ঝিনাইদহ অফিস
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত সভায় জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত, সেবায়েত, সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শনিবার বেলা ১২টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ। জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দল হিসেবে সনাতনীদের দুঃখ কষ্ট শোনার জন্য রাজনৈতিক উদ্যোগ নেয়নি। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে সনাতনীরা নতুন করে ভাবতে শুরু করেছে। এই দেশ সকলের দেশ। সকল ধর্মের মানুষের দেশ। সনাতন ধর্মাবলম্বীরা আর কখনোই একক কোনো দলের ভোট ব্যাংক হয়ে থাকবে না।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সনাতনী ভাইবোনেদের কেবলমাত্র ভোট ব্যাংক মনে করতো। কিন্তু তাদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি। আজ দিন এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র এই দেশে আর সফল হবে না। আমাদের সনাতনী ভাই বোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *