আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে বিশেষ বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় বনিক সমিতির কার্যালয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, বণিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান।
বক্তারা সমিতির সদস্যদের ব্যাবসা বাণিজ্যসহ সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন। বিশেষ আলোচনায় বলা হয় সমিতির সকল সদস্যদের চাদা আদায়, যে সকল সদস্য সমিতির ফান্ড থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, তারা সঠিক সময়ে ঋণ পরিশোধ করছেন কিনা তা সময়ে সময়ে তদারকি করে তাদের কে দ্রুত টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের, সাবেক সাধারন সম্পাদক ও বনিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, নির্বাহী সদস্য, জয়নাল আবেদীন ক্যাপ, মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ফারুক আলী, কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী প্রমুখ।
সভায় একজন ব্যবসায়ির দরখাস্তের পরিপেক্ষিতে তার পাওনা টাকা পরিশোধ করার বিষয়ে আলোচনা করা হয়। সে পাওনাদারদের কাছ থেকে একলক্ষ টাকা বুঝে পেয়েছে বলে জানান। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।