স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৪ টায় রায়পুরে মহিলা দলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা মহিলা দলের আহবায়ক পেয়ারা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গায় জেলা মহিলা দলের সভাপতি রউফুর নাহার রিনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন।
জীবননগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব অ্যাড. রেবেকা সুলতানা এর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
পরে উপস্থিত সকল নেতা কর্মিদের মতামতের ভিত্তিতে মোছা: কোহিনুর খাতুন সভাপতি, মোছা: পারুলা সিনিয়র সহ-সভাপতি, রিক্তা খাতুন সহ-সভাপতি, অজিফা খাতুন সাধারণ সম্পাদক, তাছলিমা খাতুন যুগ্ম সম্পাদক ও রিজিয়া খাতুন সাংগঠনিক সম্পাদক এর নাম ঘোষণা করা হয়।