আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর শহরের সড়কগুলো এখন অবৈধ দখলদারদের কবলে। সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে পার্কিংসহ নানা স্থাপনা। এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভ্রামমান আদালতে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যাগে ভ্রামমান আদালতের মোবাইল কোর্ট টিম শহরের বাজারের প্রধান রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হাইরোডের আল আমীন ক্রোকারীজ এন্ড স্টিল ফার্নিচারের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা ও মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত একজনকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই অভিযান পরিচালনা করেন। সচেতন নাগরিকদের মতে, শুধুমাত্র উচ্ছেদ অভিযান নয়, নিয়মিত তদারকি, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করলেই এই সমস্যা সমাধান সম্ভব।