স্টাফ রিপার্টার
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও বসবাসযোগ্য দেশ গড়তে । গতকাল বুধবার বিকাল ৪টার দিকে খাদিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, যুগিরহুদা ও রংপুর গ্রামে রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভায় চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া, জেলা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।