আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় অ্যাড. রাসেল

স্টাফ রিপার্টার

আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমরা  একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও  বসবাসযোগ্য দেশ গড়তে । গতকাল বুধবার বিকাল ৪টার দিকে খাদিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, যুগিরহুদা ও রংপুর  গ্রামে রাত পর্যন্ত  গণসংযোগ ও পথসভায়  চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত  মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

‎গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা অর্থ  সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া, জেলা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *