ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালিত

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে, পুরাতন হাটখোলা বাজার, পোস্ট অফিস মোড়, শেরে বাংলা সড়ক, কেসি কলেজের সামনে, ওয়াপদা বাজারসহ বিভিন্ন স্থানের বিভিন্ন ব্যাবসায়ীর প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা হয় এসময় শহরে অবস্থিত কামাল কাবাব ঘরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে কাঁচা ও বাসি কাবাব ফ্রিজে একসাথে সংরক্ষণ করা ও আগের দিনের পোড়া তেল সংরক্ষণসহ অন্যান্য অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

                অপর দিকে পোস্ট অফিস মোড়ে অবস্থিত সুইট হোটেলকে ৪০ (চল্লিশ হাজার) টাকা। শেরে বাংলা সড়কে অবস্থিত ঘোষ সুইটস এন্ড দধি ভান্ডারকে ৪০(চল্লিশ হাজার) টাকা। কেসি কলেজের সামনে অবস্থিত ঘরোয়া হোটেল এন্ড রেস্তোরাকে ৫(পাঁচ হাজার) টাকা। ওয়াপদা বাজারে অবস্থিত মিলন ফার্মেসিকে ২০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে মামলা দেয়া হয় এবং সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ্য ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা কার্যালয় যৌথবাবে অভিযান চালায়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ জেলা পুলিশের টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন জনস্বার্থে প্রতিনিয়ত এই অভিযান চলমান থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *