ঝিনাইদহে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের আলহেরা অফিস কক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম আবু বকর।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল, নায়েবে আমীর আবদুল আলীম এবং সহকারী সেক্রেটারি কাজী ছগির আহমদ। মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা আমীর ডা. হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর আবু হানিফ, উপজেলা সেক্রেটারি আলী আহসান, শিহাব শিকদার, আকবর হোসাইন, মেহদী হাসান, ডা. জাকির হোসাইন, উপজেলা শ্রমিক নেতা শামিমুল্লাহসহ অন্যরা।

এসময় বক্তারা রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *