স্টাফ রিপোর্টার
“শব্দ সাজ আর মননে, সাম্য রাখি যতনে” এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে চুয়াডাঙ্গা জেলা সাউন্ড, লাইট ও ডেকোরেটর মালিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় সমিতির তালিকাভুক্ত জেলার দু’শতাধিক সদস্যের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি চুয়াডাঙ্গা চেম্বার ভবনস্থ সমিতির নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় চেম্বার ভবনে ফিরে আসে।
র্যালীতে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ রং- বেরংয়ের টি শার্ট পরিধান করে নানান রকম স্লোগান খচিত ব্যানার-ফেস্টুন নিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। র্যালী শেষে চুয়াডাঙ্গা চেম্বার ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিকের প্রতিনিধি মো: আরেফিন হোসেন জোয়ার্দ্দার সোনা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ।
চুয়াডাঙ্গা জেলা সাউন্ড লাইট ও ডেকোরেটর মালিক সমিতির সভাপতি খসরুল আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সাউন্ড, লাইট ও ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান রাজু, মেহেরপুর জেলা সমিতির সভাপতি সানোয়ার হোসেন সানু, চুয়াডাঙ্গা সদর উপজেলা সাউন্ড লাইট ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আসমত আলী, লাইট ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, আলমডাঙ্গা সাউন্ড লাইট ডেকোরেটর মালিক úাদক হাসান আলী, আলমডাঙ্গা উপজেলা বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, চুয়াডাঙ্গা জেলা সাউন্ড সমিতি সভাপতি খাইরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সাউন্ড লাইট ডেকোরেটর মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, মহেশপুর উপজেলা সাউন্ড লাইট ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আলম খান, জীবননগর উপজেলা সাউন্ড লাইট ডেকোরেটর মালিক সমিতির কোষাধ্যক্ষ সোহাগ আহম্মেদ প্রমুখ।
‘আলোচনা সভার প্রধান অতিথি আরেফিন হোসেন জোয়ার্দ্দার সোনা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাউন্ড লাইট ও ডেকোরেটর মালিকদের কার্যক্রমে বৈচিত্র এসেছে। ডেকোরেটর মালিক ও ডেকোরেটারদের অক্লান্ত পরিশ্রমে একটি পরিবারের বিবাহ অনুষ্ঠান, বৌভাত, খৎনা, মুখে ভাত সহ সরকারি বেসরকারি নানা অনুষ্ঠান খুব সহজেই করা সম্ভব হয়। আর্থিক দিকটা কিছুটা ব্যয়বহুল হলেও পরিশ্রমের দিকটা বিবেচনা করলে ডেকোরেটর মালিক সমিতি সমাজের মানুষের জন্য সেবামুলক কাজ করে থাকে। এই সেবা যেন চুয়াডাঙ্গাবাসী তথা জনসাধারণের জন্য উত্তর উত্তর বৃদ্ধি করা যায় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আলোচনা সভার শেষে চুয়াডাঙ্গা জেলা ক্যাটারার্স পরিচালনা কমিটির পরিচালক ওবাইদুল ইসলাম তুহিন আমন্ত্রিত অতিথি ও চুয়াডাঙ্গা জেলা কমিটিসহ জেলা ৪ উপজেলা কমিটির সভাপতি -সাধারণ সম্পাদককে ক্রেস্ট উপহার দেন। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরন-উর- রশিদ শান্ত।