মেহেরপুরে হেরোইনসহ সাবেক সেনা সদস্য আটক

মেহেরপুর অফিস

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ সাবেক সেনা সদস্য চাঁদ আলী (৫৫) কে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক চাঁদ আলী ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় চাঁদ আলীর বসতবাড়িতে তল্লাশি করে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, চাঁদ আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইন রেখে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *