আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় যৌথ অভিযানে ১১২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে নয়টার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পশু হাট এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন- আলমডাঙ্গা উপজেলা কুমারী ইউনিয়নের দূলর্ভপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে তৌফিক (২০)।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের অফিসারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম হাওলাদার ও সংগীয় ফোর্স। এসময় আসামির কাছ থেকে ১১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৪ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নম্বর-১৮, তারিখ-০৮/০৯/২০২৫) দায়ের করেছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।”