জীবননগরে জামায়েত ইসলামীর গণসংযোগকালে অ্যাড. রুহুল আমিন

জীবননগর অফিস

জীবননগরে জামায়াতের ইসলামীর পক্ষ হতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে হাসাদাহ ইউনিয়নের তারনিবাস, শ্রীরামপুর, করিমপুর, সুটিয়া, বৈদ্যনাথপুর ও  মাধবপুরে মোটরসাইকেলের শোডাউনসহ গণসংযোগ করা হয়। রবিবার বিকালে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের এমপি পদপ্রার্থী অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি শুধুমাত্র ক্ষমতা নয়, এটি একটি আদর্শভিত্তিক দল। আমরা জনগণের সেবায় বিশ্বাস করি। ন্যায়নীতি, সুবিচার ও কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। চুয়াডাঙ্গা -২ আসনকে একটি আধুনিক, সুশাসিত ও মাদকমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, এই জনপদের মানুষ অনেক সম্ভাবনাময়, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে রয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে যদি বিজয়ী হই, তাহলে দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে টেকসই উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, নারী শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মহসিন, উপজেলা আমীর মাওলানা সাজিদুর রহমান সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন,বিল্লাল হোসাইন, ফিরোজ আহমেদ,হাজী আব্দুর রহমান মাস্টার কে ডি কে ইউনিয়নের আমেজ আব্দুর রহমান সহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *