স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, মাওলানা আব্দুল হান্নান ও আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, মহানবীর শিক্ষা আজও বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় দোয়া পরিচালনা করেন মুফতি রুহুল আমিন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম-খতীব, সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।