আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিস রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত “ডায়াবেটিস গাইড বই” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর মোড়ক উন্মোচন হয়। ডায়াবেটিস সমিতির সভাপতি রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সম্মলিত ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন সাইরাফী, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সহ সভাপতি সোহেল হুদা, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সাংবাদিক মুরশেদ কুলিন। অনুষ্ঠান পরিচালনা করেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন এবং সমিতির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “ডায়াবেটিস বর্তমানে একটি নীরব ঘাতক রোগ। রোগীরা নিয়মিত চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে। প্রকাশিত ডায়াবেটিস গাইড বই রোগীদের জন্য হবে একটি কার্যকর সহায়ক গ্রন্থ।
অতিথিবৃন্দ এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।