জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের একতারপুর গ্রামবাসীর উদ্যোগে অনুর্ধ ১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে উথলী ইক্ষুক্রয় কেন্দ্র মাঠে ৮ দলের নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় একতারপুর ফুটবল একাদশ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খয়েরহুদা ফুটবল একাদশ। ফাইনাল খেলা উপভোগ করতে গ্রামের ফুটবল প্রেমী দর্শকেরা বুধবার বিকালে মাঠের চারপাশে ভিড় জমায়। দর্শকেরা দুই দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য আনন্দের সাথে উপভোগ করে। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন মো.আলম ও সহকারী রেফারি হিসেবে ছিলেন জসিম ও নাসির। খেলা শেষে একতারপুর গ্রামের সুধী সমাজের উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ, ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। সুন্দর টুর্নামেন্টের আয়োজনের জন্য একতারপুর গ্রামবাসী কে ধন্যবাদ জানিয়েছেন ফুটবল প্রেমী দর্শকেরা।