আলমডাঙ্গা অফিস
‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতা কার্যকর ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রেবা রানী সাহা এবং আলমডাঙ্গার বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, এবারের প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৫ সেপ্টেম্বর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের প্রতিযোগিরা এতে অংশ নেবেন।