স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বিজিবি ২ জনকে আটক করে। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ধলিয়ারচর গ্রামের আলাউদ্দিন (৩২) ও ফরিদপুর জেলার স্বরুপদি গ্রামের মিলন মোল্যা (৫০)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বুধবার বিকাল ৫ টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/এমপি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের সজিবুল ইসলামের বাগানে নায়েব সুবেদার আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে যাওয়ার সময় ২জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।