আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ক্রিড়ায় শক্তি, ক্রিড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এরশাদপুর গ্রামবাসীর আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে এই মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার।
এ সময় তিনি বলেন, আজকের এই মহতী আয়োজন ‘ক্রিড়ায় শক্তি, ক্রিড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে যে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সামাজিক ঐক্যের অন্যতম প্রধান মাধ্যম। বর্তমান সময়ে তরুণ সমাজ নানা প্রলোভন ও অপসংস্কৃতির শিকার হচ্ছে। বিশেষ করে মাদকের বিষাক্ত ছোবল আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই খেলাধুলার মত ইতিবাচক কর্মকাণ্ড তরুণদের মাদক থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি, এই টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের নয়, গ্রামবাসী ও আশেপাশের সবার মাঝে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ প্রতিযোগিতার চেতনা গড়ে তুলবে। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে আমাদের এলাকা তথা দেশের গর্ব হয়ে উঠতে পারে। আমি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই, এমন সুন্দর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। খেলোয়াড়দের জয়-পরাজয় থাকবে, কিন্তু খেলাধুলার মূল উদ্দেশ্য হলো শৃঙ্খলা, নিয়ম মেনে চলা, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ কনক। ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার আব্দুল কাদের, পৌর ৫ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবনেতা শরীফ আহমেদ, হুমায়ন কবির, আওয়াল কবির, আক্তারুজ্জামান লুলু, মিলন মালিথা, মিলন, আক্তার, অনিক, সাইফুল, রতন, আলহাজ, বিল্লাল প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস একাদশ কে ১-৬ গোলে পরাজিত করে জয়লাভ করে জিরো জিরো সেভেন একাদশ।