সাপাহারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাপাহার নওগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাপাহারে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেল সাড়ে চারটায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) বলেন, “দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা জোগায়। এ দিনকে ঘিরে সকল নেতাকর্মীকে সংগঠিত হতে হবে।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (রবি), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোত্তালেব মাষ্টার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলীসহ সাপাহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *