স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় তা’লিমে ইসলাম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ মহফিল আসর নামাজ পর শুরু হয়। জেলা সদরের পীরগঞ্জ ঠাকুরপুর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। চুয়াডাঙ্গা সিদ্দিকীয়া মুজাহিদ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি স্কোলার, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী,দার্শনিক ও গবেষক পীরে কামিল ও মুকাম্মিল শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মানিকগঞ্জ দরবার শরীফের পীর সাহেব ডক্টর মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। মাহফিল দেশের চুয়াডাঙ্গাসহ বিভিন্ন প্রান্তে পীরগঞ্জ দরবার শরীফের মুরিদানগণ উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গায় পীরগঞ্জ দরবার শরীফের তা’লিমে ইসলাম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
