চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে গণসংযোগ ও কুশল বিনিময়কালে অ্যাড. রাসেল

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় গণসংযোগকালে ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন নতুন বাংলা গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত স্টেশন রোড, রেলবাজার, করিমন স্ট্যান্ড, ঝিনাইদহ বাসস্ট্যান্ড গণসংযোগ করেন।

                জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ফ্যাসিবাদির দৌরাত্ম্যে সারা বাংলাদেশ আটকিয়ে গিয়েছিল। যারা সুইজ ব্যাংকে টাকা পাচার করেছিল। পাচারকারী অর্থ দিয়ে তারা কানাডা ও বেগমপাড়ায় বাড়ি নির্মান করেছে। তাদের অর্থ অতি সত্বর দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের অগ্রগতিতে কাজে লাগাতে হবে। যারা মারামারি কাটাকাটি করে মানুষ হত্যা করে তাদের কাছে  জাতি নিরাপদ না। 

তিনি বলেন- দিন দিন বেকার সমস্যা বাড়ছে। যোগ্যতা অনুসারে ছাত্র জীবন শেষে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা ৫৪ বছর ধরে দেখছি ছাত্র জীবন শেষে বিনা ঘুষে এ দেশে শিক্ষার্থীদের চাকরি হয়নি।  জামায়াত ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ বিনাঘুষে এদেশে মেধাবী শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করা হবে।

                এ সময় উপস্থিত ছিলেন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা পৌর সভাপতি আবু রায়হান, জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৩নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি শরিফ  হানান, সেক্রেটারি আতিয়ার রহমান, কলেজ সভাপতি পারভেজ আলমসহ ওয়ার্ড জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *