মেহেরপুরে হারানো মুঠোফোন ও মোবাইল ব্যাংকিংয়ে ভূক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার

মেহেরপুর অফিস

থানায় একটি মাত্র জিডি হারানো মুঠোফোন ও ভূলক্রমে মোবাইল ব্যাংকিংয়ে চলে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ভূক্তভোগীরা। মেহেরপুরের তিন উপজেলা থেকে একশো ২২ টি হারানো মুঠোফোন ও নগদ ১০ লাখ ১৮ হাজার ৩শ টাকা উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ভূক্তভোগীদের হাতে এসব মুঠোফোন ও নগদ টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার সাকসুদা আক্তার খানম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, ডিবি ওসি গোপাল কুমার সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, জুন ও জুলাই মাসের সাইবার স্পেসে প্রতরণার আত্মসাৎকৃত ৯ লাখ ১৭ হাজার ও বিকাশে ভূলক্রমে চলে যাওয়া এক লাখ এক হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়েছে। সাথে রয়েছে মুঠোফোনও। এজন্য কারো মুঠোফোন খোয়া গেলে বা ভূলক্রমে মোবাইল ব্যাংকিংয়ে টাকা চলে গেলে অথবা প্রতারণার স্বীকার হলে নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম আজ হতাশাগ্রস্থ। অনেকেই অনলাইন জুয়া থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে। খেলাধুলা বা সাংস্কৃতিক অঙ্গনে থেকে দূরে সরে যাচ্ছে। আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে কেউ কেউ। তাই মায়েদের তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান তিনি। আর যে কোন সমস্যার সম্মুখিন হলে পুলিশ সুপারকে সরাসরি ফোন দেওয়ার পরার্মশ দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *