জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

হাসান নিলয়, জীবননগর

জীবননগরে পাটের দাম কিছুটা বেশি থাকায় ও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পঁচাতে ঝামেলা না হওয়ার কারনে স্বস্তিতে রয়েছে পাট চাষিরা। তবে পাটের উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছে তারা। পাটের বীজ, রাসায়নিক সার-কীটনাশক ও শ্রমিকের দাম বাড়ার কারনে পাটের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। যার কারনে খরচ বাদ দিয়ে পাট চাষে লাভ করা নিয়ে দুশ্চিন্তায় আছে তারা। তবে পাটখড়ির চাহিদা ও দাম বেশি থাকার কারনে খরচ কিছুটা পুষিয়ে যাবে বলে চাষিরা মনে করছেন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান পাটের দাম মনপ্রতি ৩০০০ থেকে ৩২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘায় পাট চাষে কৃষকের প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে ১ বিঘা জমিতে ৮-৯ মন পাট পাওয়া যায়।

জীবননগর উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, এবার পাটের ফলন অনেক ভালো হয়েছে। তবে অতিবৃষ্টিতে নিচু জমির পাট গুলো পানির নিচে থাকার কারনে স্বাভাবিক ভাবে পাটের গাছ বৃদ্ধি পাইনি। কৃষকেরা জমি থেকে পাট কাটছে, বহন করছে, পানিতে জাগ দিচ্ছে আবার কোথাও পাট গাছ থেকে আঁশ ছাড়াতে দেখা গেছে। ফসলের মাঠে মাঠে কৃষকেরা এখন পাট নিয়ে ব্যস্ত সময় পার করছে।

উপজেলার উথলী গ্রামের পাট চাষি আব্দুর রহমান বলেন, আমি দেড় বিঘা জমিতে পাটের চাষ করেছি। পাটের বীজ বোনার পর শ্রমিক দিয়ে কয়েকবার আগাছা পরিষ্কার করেছি। পাট কেটে ক্ষেত থেকে আটি মাথায় করে বহন করে রাস্তায় নিয়েছি। সেটা আবার গাড়িতে করে বিল বা জলাশয়ে ফেলে পাট জাগ দিয়েছি। এখন অপেক্ষা করছি পাট পঁচে গেলে শ্রমিক দিয়ে পাট খড়ি খেকে আঁশ গুলো আলাদা করতে হবে। পরে আঁশগুলো আবার রোদে শুকানো হবে। পাট চাষে অনেক শ্রমিক লাগে। যার কারনে উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়। উৎপাদন খরচ বাদ দিলে খুব বেশি লাভ হয় না।

আরেক পাট চাষি রমজান আলী বলেন, পাট চাষ অনেক পরিশ্রমের আর শ্রমিক বেশি লাগে। পাটের যে বাজার মূল্য শুনছি তাতে করে কোন রকম খরচ টা উঠবে। তবে পাটখড়ির চাহিদা ও দাম কিছুটা বেশি।প্রতি আটি পাটখড়ি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এতে আমাদের কিছু লাভ হবে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, এইবছরে জীবননগর উপজেলায় ১২৫০ হেক্টর জমিতে পাট চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলায় পাট চাষ হয়েছে ১৩৫০ হেক্টর জমিতে। পাটের বাজার মোটামুটি ভালো। পাট জাগ দেওয়া নিয়ে এবার কৃষকদের ঝামেলা হয়নি। আশা করছি চাষিরা পাটের ন্যায্য দাম পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *