আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা এবং নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার।
এছাড়া সভায় উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন, সমাজকল্যাণ সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডা. মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে বাদেমাজু গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশ নেন।
সভা শেষে সর্বসম্মতভাবে ৩৮১ সদস্য বিশিষ্ট একটি গ্রাম কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ কমিটির মাধ্যমে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।