পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের ৬মাইল বুড়োপাড়ায় ধানকাটার সময় অসাবধানতায় হারবেষ্টার মেশিনের আঘাতে ইবাদত হোসেন (৪৫) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বুড়োপাড়া গ্রামের আপাগাড়ির মাঠে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইবাদত হোসেন সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের মিলপাড়ার মৃত. আজগার আলীর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার দুপুরে গবাদিপশুর জন্য আপগাড়ির মাঠে ঘাস নিয়ে আনতে যান ইবাদত আলী। এ সময় গ্রামের আইনালের জমিতে মেশিনের মাধ্যমে ধান কাটছিলো। সেই মেশিনের পিছনেই ঘাস কুড়াচ্ছিলেন ইবাদত। পরে মেশিনের চালক পিছালে মেশিনের চাকায় সজোরে আঘাত লাগে ইবাদতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। ধানকাটা মেশিনের পিছনে ঘাস কুড়াচ্ছিলেন। মেশিন পিছনের দিকে পিছালে মেশিনের রডে আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তিনি পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, মৃত অবস্থায় পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নিয়ে আসেন। তারা জানিয়েছেন, ধানকাটা মেশিনের নিচে চাপা পড়েছিলেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।