অনলাইন ডেস্ক
রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তারা সবাই হাসপাতাল ত্যাগ করেন।
আহতরা হলেন– ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জামিল(২১), অর্থনীতির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির(২২) ও প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তৌহিদ মাহিন(২০), দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারদিন হোসেন হৃদয়(১৯), শিক্ষার্থী মো. নিরব(১৯) ও শিক্ষার্থী জোবায়ের হোসেন(২০)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে ঢাকা কলেজের ৬ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।