আলোর নীচে অন্ধকার এক যুগেও হল না রাস্তা ঠিক এ লজ্জা কার ?

জীবননগর অফিস

আলোর নীচে অন্ধকার, এক যুগেও হল না রাস্তা ঠিক, জন দূর্ভোগ চরমে, এ লজ্জা কার ? জেলার জীবননগর একটি প্রসিদ্ধ জনপদ এই শহর ব্যবসা বান্ধব মোকাম হিসেবে পরিচিত। বিশেষ করে ভূষি মালের জীবননগর মোকাম অনেক সমৃদ্ধ। অনেক দূরধূরান্তের ব্যাপারীরার এ মোকামে মাল কিনতে আসেন। এখানে সপ্তাহে বুধবার ও রবিবারে সাপÍাহিক হাট বসে। হাটের দিন হাজার হাজর মানুষের পদচারনা ঘটে। ঠিক তেমনি ভাবে প্রতিদিন উপজেলা পরিষদের অফিস পাড়ার হাজার হাজর মানুষের পদচারনা ঘটে। জীবননগর উপজেলার প্রাণ উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারী বেসরকারী অফিস। বেশির ভাগই যেগুলো উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত। শহরের প্রাণ কেন্দ্র বাসস্ট্যান্ডের কোল ঘেষেই উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের পাশে রয়েছে সরকারী খাদ্য গুদাম, সরকারী মৎস্যবীজ উৎপাদন খামার, সাব-রেজিস্ট্রারের দপ্তর, পল্লী সঞ্চয় ব্যাংক ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর দপ্তর। এসব দপ্তরে প্রতিদিন হাজার হাজার মানুষ সেবা নিতে আসেন।

সাব-রেজিস্ট্রারের দপ্তর ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর দপ্তর দুটিকে উপজেলা পরিষদের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়। উপজেলার সকল দপ্তর থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। আর এ দপ্তর দুটি থেকে কোটি কোটি টাকা সরকারী রাজস্ব আদায় করা হয়ে থাকে। আদায়কৃত রাজস্ব উপজেলা ও পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে ব্যায় করা হয়ে থাকে।

জীবননগর উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে যাওয়ার একটিই মাত্র রাস্তা। এ রাস্তাটি ৬০০ গজ মতো লম্বা। রাস্তাটি খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই রাস্তাটি রাস্তাটি পানি নিস্কাশনের বড় নালায় রুপান্তরিত হয়। সেবা গ্রহিতারা রাস্তা দিয়ে হাটতে পারেন না। রাস্তা দিয়ে হাটলে যে কোন গাড়ি গেলে পানি ছিটকিয়ে পোষক নষ্ট হয়ে যায়। এর ফলে জনগণের চরম ভোগান্তি হচ্ছে। রাস্তাটিতে কবে খোয়া বিছানো হয়েছে কেউ বলতে পারে না। এক যুগের বেশি সময় ধরে এমন ভাবে পড়ে আছে।

এ বিষয়ে জীবননগর পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচীব আবুল কাশেম এর সাথে কথা বললে তিনি জানান, উপজেলা গেট থেকে রাস্তার অর্ধেকের টেন্ডার হয়েছে। কাজ আজ কালই শুরু হবে। মৎস্য খামার পর্যন্ত বাকী অংশ ইনশাআল্লাহ আগামীতে টেন্ডরের মাধ্যমে সম্পন্ন করা হবে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন এর সাথে কথা বললে তিনি জানান, রাস্তা অবস্থা খারাপ এটা আমি জানি। এ রাস্তার মালিক পৌরসভা। শুনেছি কিছু অংশের টেন্ডার হয়েছে। মৎস্য খামার পর্যন্ত রাস্তাটি যাতে চলাচলের উপযোগি হয় সে বিষয়ে আমি চেষ্টা করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *