স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়। পরে বিকেল ৫ টায় জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এমএ তালহা ও সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, গোলাম শাহরিয়া বিপ্লব, আরিফুর রহমান রিবন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খান, তোহফাতুর রাব্বি রিংকু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিউল আলম সানা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আশা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার লিটন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বিজন, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক এমদাদ হোসেন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল হাসান আবু তালেব, সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিক মজনু, সদস্য সচিব আবু হেনা রনি প্রমুখ।