আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা-১ আসনের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে জেলা জামায়াতের শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আদর্শ ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। গতকাল শনিবার সকাল ৮টায় আলমডাঙ্গায় পান্না কমিউনিটি সেন্টারে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও যুব বিভাগের সভাপতি শেখ মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন। এ-সময় তিনি বলেন – আমরা একটি আদর্শ ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠন করতে চাই। দেশের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ ও মানুষের কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। দল ও সমাজের কল্যাণে সকলে মিলে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া আমাদের লক্ষ্য পূরণ সম্ভব নয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন- জনগণের সমস্যার সমাধান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়নের স্বচ্ছ ধারাকে নিশ্চিত করা আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতা পেলে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব। জনগণের আস্থা ও সমর্থনই আমাদের শক্তি।”
সমাবেশে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ উদ্দিন, জেলা অর্থ সম্পাদক কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা আইন ও আদালত সম্পাদক মোহাম্মদ দারুস সালাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমীর বেলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর আমীর মাহের আলী, জিএ শাখার আমীর আব্বাস উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যার উপস্থিত ছিলেন।