স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ক্রাচ, হ্যান্ড সাপোর্টিং লাঠি ও ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা অফিস কার্যালয়ে, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, এস এইচ জি দলের সদস্যদের মাঝে ছাগল বিতরণ, কুষ্ঠ রোগী প্রতিবন্ধীদের মাঝে ক্রাচ ও হ্যান্ড সাপোর্টিং লাঠি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র।
বিশেষ অতিথি ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী খুলনা রিজন, উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, মাঠ সংগঠক মোহিনী আক্তার মাহিসহ অনেকে।