চুয়াডাঙ্গায় কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম নির্ভুলভাবে করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত। গতকাল বিকাল সাড়ে ৪টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

পুলিশ সুপার রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্সের বলেন, নির্দিষ্ট সময়ের পূর্বেই পরিস্কার পরিছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হতে হবে। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, রিক্রুটমেন্ট এ সহযোগীতার সংশ্লিষ্টতা অথবা স্বজনপ্রীতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করেন পুলিশ সুপার।

কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

আগামী ১৩, ১৪ ও ১৫ আগস্ট প্রতিদিন সকাল ৮ টা হতে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নারী ও পুরুষ পৃথক লাইনে সকাল ৮ টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতিত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীর মধ্যে থেকে প্রতিটি ইভেন্টে প্রতিযোগীতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল করিমসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *