স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৮ শ গ্রাম ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে সোনার বার উদ্ধার করা হয়। এ সময় সোনা বহনকারী সোনার পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। আটক সোনার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।
৫৮ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ৬০ নং মেইন পিলার ও ১২ নং সাব পিলারের কাছে একজন ব্যক্তিকে বিজিবি থামার সংকেত দেয়। তবে ওই ব্যক্তি ঘটনা আচ করতে পেরে ১ টি পলিথিন প্যাঁচানো পোটলা ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যায়। উক্ত পোটলাটি পলিয়ানপুর ক্যাম্পে নিয়ে আসার পর খোলা হয়। পরে পলিথিনের মধ্যে কষ্টেপ দিয়ে মোড়ানো ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় । যার ওজন ১ কেজি ৮১৫ গ্রাম।