আলমডাঙ্গায় বিশেষ অভিযানে অস্ত্র, চুরি ও নারী-শিশু নির্যাতন মামলার ১০ আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, চুরি ও নারী-শিশু নির্যাতন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে ও রবিবার ভোর পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্টেশনপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে সোহেল (২৪) ও রেজাউল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩২), মুন্সিগঞ্জ স্টেশনপাড়ার খলিল হোসেনের ছেলে ইমন আলী (১৯), কোটপাড়ার আশরাফুল হকের ছেলে লাল মিয়া (২৭), মাদ্রাসাপাড়ার গণেশ মজুমদারের ছেলে সঞ্জয় মজুমদার (৩০), থানাপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে সাদ্দাম মোল্লা (২৪), গোবন্দিপুরের মৃত সানোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম (২৮), রাধিকাগঞ্জ ফকিরপাড়ার মৃত আবুল হাশেমের ছেলে মুনতাজ আলী (৩২), গোপিনাথপুরের মাহাতাব আলীর ছেলে ফিরোজ হোসেন (৩০) এবং পাইকপাড়ার জিয়ারের ছেলে নাসিম (২৭)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গত রাতের অভিযানে অস্ত্র, চুরি ও নারী-শিশু নির্যাতন মামলার এই ১০ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *