সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

দামুড়হুদা অফিস


দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও আসমীদের দৃস্টান্তমুলক শাস্তির দাবিতে দামুড়হুদা প্রেসক্লাব উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা সদরের চৌ-রাস্তার মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা, দামুড়হুদা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সিনিয়র সাংবাদিক ৭১ টিভির জেলা প্রতিনিধি এম, এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, সমিতির সহ-সভাপতি মুজাম্মেল শিশির প্রমখ
এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় চুয়াডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনা কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রন মিডিয়ার সাংবাদিকের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *