তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৫ বালক ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৫ বালক ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ৩টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ওসমান প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় ২-১ সেটে ওসমানপুর প্রাগপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আলমডাঙ্গা উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ ভলিবল খেলোয়াড়ের (ছাত্র) অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই ও পাপড়ীর নির্বাহী পরিচালক রাজু আহমেদ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার ( অতিঃদাঃ) মো: তানভীর হোসেন।

এছাড়া উপ¯ি’ত ছিলেন অংশগ্রহণকারি বিদ্যালয় গুলোর সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *