স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্ট ফুটবল টুর্নামেন্টের গতকালের ম্যাচে চুয়াডাঙ্গা অনলাইন কোডেস্ক একাদশ ৫-২ গোলে হানুরবাড়াদী একাদশকে পরাজিত করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে উভয় দল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণ করতে থাকে। মুহুর মুহুর আক্রমণে অলাইন কোডেস্ক একাদশ প্রথমার্ধে ৩-১গোলে এগিয়েছিল। দ্বিতীয় অর্ধে অলাইন কোডেস্ক একাদশ আরো দুটি গোল করে দলের স্কোর দাঁড় করায় ৫-২। দ্বিতীয় অর্ধে হানুরবাড়াদী একাদশ প্রতিরোধ গড়ে তুললেও গোলের ব্যবধান কমাতে পারেনি। ফলে অনলাইন কোডেস্ক একাদশ ৫-২ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
অনলাইন কোডেস্ক একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করে পৃথিবী, জিনা,ইউনুস, সাইফুল, আলি, তুহিন, গোলকিপার সোহান, মাকসুদ, আরিফ, সিজান, বিপ্লব, রিয়াদ, শিহাব, রিফাত। দলের পক্ষে গোল করে ইউনুস ২টি, পৃথিবী ১টি, সিজান ১টি ও তুহিন ১টি। অনলাইন কোডেস্ক একাদশের অফিসিয়াল হিসাবে দায়িত্ব পালন করেন ইমরান হোসেন খোকন ও নাজিম ইসলাম।