মেহেরপুর অফিস
“শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” স্লোগানে মেহেরপুরের গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যব¯’াপনা কমিটির সভাপতি সাহেব আলী (সেন্টু)। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ফাসরুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাবের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক হুসাইন আলী, মেজবাহুর রহমান, তৌহিদুল ইমলাম এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখের শরিফুল ইসলাম, আকলিমা খাতুন ও মুন্সী আবুল হোসেন।
সমাবেশ বক্তারা বলেন, এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, মানুষ গড়ার কারখানা। তবে পরিবারে সদস্যদের উচিৎ বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও ছেলে-মেয়ে পড়াশোনা করছে কিনা সে বিষয়ে অভিভাবকের ভুমিকা গুরুত্বপূর্ণ।
এসময় অভিভাবকগণও তাদের মতামত তুলে ধরেন এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাঠদানের কৌশল, নিয়মিত উপ¯ি’তির গুরুত্ব, এবং মানবিক মূল্যবোধের শিক্ষাদানের প্রতি গুরুত্ব দেয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপ¯ি’ত ছিলেন।