চুয়াডাঙ্গা ৬ বিজিবির ৩ দিনের অভিযানে ৩০ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় ৬ বিজিবির ৩ দিনের অভিযানে ৩০ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। গতকাল বুধবার বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গত ৩ দিনের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লাখ ৭৭ হাজার ৭৩৫ টাকা মূল্যমানের মাদক ও চোরাচালানপণ্য উদ্ধার করেছে। গত ০৪ থেকে ০৬ আগস্ট দর্শনা, বড়বলদিয়া, ফুলবাড়ী, বাজিতপুর এবং রুদ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছাড়াও চুয়াডাঙ্গা শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ কেজি ২৪০ গ্রাম ভারতীয় হেরোইন, ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৮৮ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩ বোতল ভারতীয় মদ, ১১ পিস ভারতীয় শাড়ী, ২ হাজার ২৩৮ পিস বিভিন্ন প্রকার সিটি গোল্ডের আইটেম, ৫৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, পাতারবিড়ি, খাদ্য সামগ্রী ছাড়াও অন্যান্য চোরাচালানপণ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *