স্টাফ রিপোর্টার
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপরে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট……….
ছাত্র জনতার গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, মিছিলে চুয়াডাঙ্গার পৌরসভার নেতৃবৃন্দ জাতীয় পতাকা বহন করবে এবং উপজেলা নেতৃবৃন্দ দলীয় পতাকা বহন করবে। মিছিলে যেন কোনরকম বিশৃঙ্খলা না হয়। আপনারা ইতোমধ্যেই জানেন গতকাল আরেকটি দল চুয়াডাঙ্গায় মিছিল করেছে, খুবই সুশৃংখল এবং সুন্দরভাবে আমাদের মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এসেই শেষ হবে। এই বিজয়ের দিনে একটি কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারুণ্যের অহংকার তারেক রহমানের দল। আপনারা যদি মনে করে থাকেন কিছু সংখ্যক লোক নিয়ে কোনরকম কোন পায়তারা করে থাকেন, আমি আপনাদের অনুরোধ করবো কোন বিশৃংখলা সৃষ্টি করে পাড় পাবেন না। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার ওপর শ্রদ্ধা রেখে আমরা চুয়াডাঙ্গাতে সম্প্রীতি বজায় রেখে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ায় কাজ করব। এই জনগণ যাদের নির্বাচিত করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই রাজনৈতিক ও গণতান্ত্রিক ধারা যেন চুয়াডাঙ্গার মাটিতে অক্ষুন্ন থাকে। আমি সকলকে অনুরোধ করব যেন কারো উস্কানিমূলক কোন কথায় আমরা বিবাদে জড়িয়ে না যাই। চুয়াডাঙ্গা দুইটি আসনেই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে ছাত্রজনতার গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির আহবায়ক হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সসম্পাদক এম,এ তালহা, জেলা মৎসজীবী দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা আইনজীবি ফোরাম এর আহবায়ক অ্যাড. আ স, ম আব্দুল রউফ, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক সাবু তরফদার, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী, পরে বিএনপি’র সিনিয়র সদস্য সচিব আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে বিশাল এক বিজয় মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বড়বাজার শহীদ হাসান চত্বরের দিকে রওনা হয়। পরে মিছিলটি কোর্ট মোড় হয়ে কবরী রোড হয়ে আবার টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। সর্বশেষ টাউন ফুটবল মাঠে সমাবেশ শেষে মাঠ পরিস্কার করেন জেলা যুবদল ও জেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দল।

মেহেরপুর অফিস জানিয়েছে, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে শহরের কলেজ মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পাথর গেটে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন, আর ঢাক-ঢোলের তালে তালে এগিয়ে যায় বিজয়ের মিছিল।
জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাপি, ইলিয়াস হোসেন, আনছারুল হক, ওমর ফারুক লিটন, আবু সালেহ মোহাম্মদ নাসিম, মীর ফারুক হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
মেহেরপুর অফিস আরো জানিয়েছে, ছাত্র জনতার গণঅভ্যূত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিজয় মিছিল করেছে বিএনপি। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নির্দেশনায় তার বাসভবনের সামনে থেকে মিছিল বের করা হয়।

গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুলের নেতৃত্বে বিজয় মিছিলটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সাবেক সহসভাপতি সুজন কবীর, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন। সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুর ইসলাম, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আহসানুল হক সুমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন।