আহত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে আমীর রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সমাবেশে সংবাদ সংগ্রহ করার সময় স্বেচ্ছাসেবকদের ধাক্কায় কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত সাংবাদিকদের খোঁজ-খবর নিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আহত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর আগে গত মঙ্গলবার জেলা জামায়াতে ইসলামির সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কিতে ৬ সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকেই আহত সাংবাদিকদের সার্বিক খোঁজ-খবর রাখছিলেন । মতবিনিময়কালে জামায়াতে আমির বলেন, আমাদের কর্মীদের আমরা প্রশিক্ষণ দিই। তারপরও অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে গেছে। আমরা দুইজন স্বেচ্ছাসেবককে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ, তির বিবেক। তাদের কাজ করার সুযোগ দিতে হবে। পরবর্তীতে আমাদের যে কোনো আয়োজনে আমরা কিভাবে গণমাধ্যমের সুযোগ নিশ্চিত করা যায়, সেটা আরও দৃঢ়ভাবে পরিকল্পনা করা হবে। প্রয়োজনে আমরা গণমাধ্যম ভাইদের জন্য আলাদা কার্ড রাখবো। এ সময় তিনি অনাকঙ্খিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।

সংক্ষিপ্ত মতবিনিময়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি বলেন, ‘আমাদের কয়েকজন সাংবাদিক ধাক্কাধাক্কির স্বীকার হয়েছিলেন। জামায়াতে ইসলামীর আমির তাদের খোঁজ খবর নিয়েছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের কাছে এই ভালোবাসা ইতিবাচক মনে হয়েছে।

এ সময় তরুণ সংবাদ কর্মীদের মধ্যে থেকে জামায়াত ইসলামীকে ধন্যবাদ জানান আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী।

সংক্ষিপ্ত এ মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, আহত সাংবাদিক খাসখবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আলমগীর রনি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাজমুল সামি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, রেডিও চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক অর্ণব আহমেদ আশিক, জাতীয় দৈনিক দেশ বুলেটিন ও রেডিও চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন, সময় টেলিভিশনের ক্যামেরা পারসন আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *