আবারও গাংনী থানার অদূরে ককটেল ফাটিয়ে ডাকাতি।। লক্ষাধিক টাকা লুট 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা রোডে বিল্লাল নার্সারির সামনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে ৭-৮ জনের ডাকাত দলটি পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে সটকে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। 

ভুক্তভোগীরা জানায়, গাংনী শহরে কাজ শেষ করে ঘটনাস্থলে পৌছুলে ৭-৮ জনের ডাকাত দলটি পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের। এ সময় মহিষাখোলা গ্রামের জামাত আলীর ছেলে ইয়াসির আরাফাত জানান, সশস্ত্র ডাকাত দলটি তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, একই গ্রামের আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের ৫০০০ টাকা, রেজিয়া  খাতুন এর কাছ থেকে ৭০০ টাকা, মিন্টুর কাছ থেকে  ২৫০০ টাকা, ধানখোলা গ্রামের মহব্বত আলীর কাজ থেকে ২২০০ টাকা, মিন্টুর কাছ থেকে ৯ হাজার ৭০০ টাকা এবং আড়পাড়া গ্রামের  কুরসিয়া খাতুনের কাছ থেকে ২৫০০ টাকা লুট করে। এছাড়া আরো অনেক পথচারীর কাছ থেকে ডাকাতরা নগদ টাকা লুট করে নেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের সনাক্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য: গত জুলাই মাসেও একই স্থানে তিনটি ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছিলো ডাকাত দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *