জীবননগরের যাদবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা মেরামত

জীবননগর অফিস

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে ভাঙ্গা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে যাদবপুর গ্রামের মাঝপাড়ায় রাস্তা মেরামতের উদ্যোগ নেন তারা। এ কার্যক্রমের নেতৃত্ব দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো.আবু বকর সিদ্দিক। জামায়াতে ইসলামীর সীমান্ত ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ স্থানীয়দের সহায়তায় এই কাজটি সম্পন্ন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সীমান্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ডের আমির আব্দুল মজিদ, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন, রোকনে জামায়াত মোহাম্মদ ফজলুর রহমান, শাহাজান আলী, মোহাম্মদ হায়দার আলী, মইন উদ্দিন প্রমূখ।

স্থানীয়রা বলেন, যাদবপুর গ্রামটি অবহেলিত। উন্নয়নের ছোঁয়া এই গ্রামে পড়ে না। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে গ্রামের মাঝের পাড়ার অংশটি খুবই নাজেহাল অবস্থা ছিলো। কোন জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তারা এই রাস্তার দিকে দৃষ্টি দেয় নি। আজ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই রাস্তাটা মেরামত করা হয়েছে। এখন সহজে যাতায়াত করা সম্ভব হচ্ছে। রাস্তাটি মেরামতের জন্য স্থানীয়রা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের কাছ থেকে ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম প্রত্যাশা করেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *