আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে নামাজে জানাজার আগে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ মেহেদী ইসলাম , স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবে ছদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা , বীর মুক্তিযোদ্ধা সৈয়ব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,  আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জান মহাম্মদ,আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল আলম বকুল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, প্রফেসর আক্তার হোসেন, হাট বোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা,ইকবাল হোসেন , ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জিএ শাখার সেক্রেটারী কামরুল হাসান সোহেলের পরিচালনায় জানাজা নামাজে ইমামতি করেন হাটবোয়ালিয়া জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসাইন।

জানাজা শেষে নগর বোয়ালিয়া-হাটবোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গা উপজেলার  হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া  শিক্ষক, বিশিষ্ট কবি ও সাহিত্যক, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার নিজ বাসভবনে হৃদত্রিয়া যন্ত্র বন্ধ হয়ে  মৃত্যু বরন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনাগ্রহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জীবদ্দশায় রাজনৈতিক সামাজিক, সাহিত্যিক, উপস্থাপক, সাংস্কৃতিকসহ অসংখ্য সমাজ কল্যানমুলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। আবুল কাশেম  ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *