স্টাফ রিপোর্টার
অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও আরো ৩টি অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে মাদকপাচারকারীকে আটক করতে পারেনি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোগদাসপুর গ্রামের কবর স্থানের দক্ষিণ পার্শ্ব হতে নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৪টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের মোঃ করিম মিয়ার আমবাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাস আলী খন্দকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে
জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ শফিকুল ইসলাম এর সেগুন বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/১-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাশবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তার উপর হতে হাবিলদার মোঃ জুয়েল আহমেদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ , ১ জন নারী ও ২ জন শিশু। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৩-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ ফরিদুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী।