স্টাফ রিপোর্টার
পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ। গতকাল মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে ওই ২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
৫৮ বিজিবি জানায়, গতকাল বেলা ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ সুন্দর বিএসএফ ক্যাম্প পলিয়ানপুর বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, ২ জন বাংলাদেশী নাগরিক ভারতে গমনকালে বিএসএফ এর হাতে আটক রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করেন। বিজিবি উল্লেখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিকাল ৫টার দিকে সীমান্তের শূন্য লাইন কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ২ জনকে গ্রহন করা হয়।