আলমডাঙ্গা অফিস
পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জামজামী ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি ফলজ ও বনজ গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জামজামী বাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ।
বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি অর্থনৈতিক দিক থেকেও আমাদের সহায়তা করে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে এবং এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করছি।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক পলাশ আহামেদ। তিনি বলেন, গাছ লাগানোর মতো উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। আমরা রাজনীতির পাশাপাশি সমাজ ও পরিবেশের উন্নয়নে কাজ করতে চাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি লুতফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নাজমুল করিম মিল্টন, সাংগঠনিক সম্পাদক আজলুর রহমান, সহ-সভাপতি মোঃ রমজান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম। কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কৃষক দলের সভাপতি মোঃ ফারুক মিয়া বলেন, গ্রামবাংলার প্রতিটি মানুষের উচিত অন্তত একটি করে গাছ লাগানো। সাধারণ সম্পাদক ইউনুস আলী বলেন, “গাছই জীবন, এ ধারণা ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হাসানুজ্জামান হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল কালাম, যুবদলের আব্দুস সালাম ও মোঃ শামীম রেজা এবং ছাত্রদলের সভাপতি তুহিন মাহমুদও এসময় উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সুপার ফাইভ নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
বক্তারা জানান, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে যাবে।