স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার এসএসসি ২০২৫ এ জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে রিয়া টেক্স লিঃ এর সৌজন্যে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে রিয়া টেক্স লিঃ এর পরিচালক খন্দকার রিজন হোসেনের আয়োজনে সদর উপজেলার ৯টি স্কুলের মোট ৯৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
রাকিব রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সকল কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রিয়া টেক্স লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেন বলেন, তোমরা এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছো এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের এবং অনুপ্রেরণার। তোমাদের এই অর্জন শুধু তোমাদের পরিবারের নয় বরং পুরো সমাজের অর্জন। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সহানুভূতিশীল দিকনির্দেশনা এবং তোমাদের দৃষ্টান্তমূলক মেধার পরিচয়ে আজ এ অর্জন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. হামিদুল ইসলাম বলেন, পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের যদি জিজ্ঞাসা করা হয় যে বড় হয়ে কি হতে চাও সকলেই বলবে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার কিন্তু আমি বলব আগে ভালো মানুষ হতে হবে। সমাজের প্রতি দায়িত্বশীল একজন মানুষ হতে হবে। আমি মনে করি সমাজ গঠনে শিক্ষকদের দায়িত্ব সব থেকে বেশি। তাই সকল মেধাবী শিক্ষার্থীদের উচিত সমাজের প্রতি দায়িত্বশীল কোন কাজ বেছে নেওয়া। তোমরা যারা জিপিএ ৫ পেয়েছো তোমরাই হয়তো আগামীতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরাই আমাদের দেশের সম্পদ দেশের বড় বড় দপ্তরে তোমরাই দায়িত্ব পালন করবে। এ সময় আরো বক্তব্য রাখেন এম এ বারী স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, রিয়া টেক্স লিঃ এর পরিচালক খন্দকার রাজিব হাসান, ইংরেজি প্রভাষক সাদিকুল ইসলাম সাদিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম, প্রফেসর ইকবাল, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯টি স্কুলের শিক্ষকবৃন্দ।