বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন গরিব, মাদ্রাসাছাত্র ও দ্বীনের দায়ীদের

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় মানবিক উদ্যোগ নিয়েছেন ডা. আবু সালেহ মো. ইমরান। সমাজের গরিব, অসহায়, মাদ্রাসাছাত্র এবং দ্বীনের দায়ীদের জন্য তিনি নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান শুরু করেছেন। চিকিৎসা সেবার এই মহতী কাজ তিনি করছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি রোগী দেখছেন। আর্থিক অনটনে ভোগা অনেকেই ইতোমধ্যে এই সেবার আওতায় উপকৃত হচ্ছেন।

ডা. আবু সালেহ মো. ইমরান এমবিবিএস, ডিএমইউ ডিগ্রিধারী এবং সার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংপ্রাপ্ত একজন অভিজ্ঞ চিকিৎসক। বর্তমানে তিনি ওই ক্লিনিকে আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘চিকিৎসা সেবাকে আমি শুধু পেশা হিসেবে দেখি না এটা আমার কাছে ইবাদতের মতো। যারা চিকিৎসা নিতে পারে না, তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।’

চিকিৎসা সেবার আওতায় থাকছে সার্জারি ও সাধারণ রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, গর্ভবতী নারীদের চিকিৎসা ও পরামর্শ,বাত ও বয়সজনিত রোগ, হেমোরয়েডস, ফিস্টুলা ও ফিশারজনিত সমস্যা, পেটব্যথা, হজমজনিত অসুবিধা, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, ছোটখাটো আঘাত, ইনজুরি ও প্রয়োজনীয় ড্রেসিং।

স্থানীয়রা জানান, একদিকে চিকিৎসা খরচ বেড়েই চলেছে, অন্যদিকে নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ডা. ইমরানের এই মানবিক উদ্যোগ অনেকের জন্য আশীর্বাদস্বরূপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *