হিজলগাড়ী প্রতিনিধি
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানা বর্ষপূর্তি উদযাপন সফল করার লক্ষ্যে দর্শনা থানার নবগঠিত নেহালপুর ইউনিয়ন বিএনপির এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টার দিকে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম যুদ্ধ। বিশেষ অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইজাজ ডাক্তার, ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাসেম মন্ডল, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, খরশেদ আলী, সাজ্জাদ হোসেন, জালাল মেম্বার, কালাম মাষ্টার, হাসেম মন্ডলসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দর্শনা থানার বিএনপি যুবদলের সদস্য সচিব মোঃ মিলন মিয়া।