স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে ‘তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ”আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫শ’ করে মোট ৩ হাজার গাছের চারা বিতরন করা হবে। এই বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমেই জেলার সকল মানুষর মাঝে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে।
এ সময় জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মানস্বরূপ জেলা ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশবান্ধব, জীবনচর্চা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সকলকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ.এম. সালাউদ্দীন মনজু, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জমান প্রমুখ।